Tuesday, February 11, 2025

২০ এপ্রিল থেকে পদ্মা সেতু দিয়ে চলবে মোটরসাইকেল

Date:

Share post:

ডেক্স প্রতিবেদকঃ

অবশেষে মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত হচ্ছে পদ্মা সেতু। আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে মূল সেতুর সার্ভিস লেন দিয়ে নিয়ম মেনে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) একনেকের সভা শেষে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে। পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলবে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।

সেতুমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল দিতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পদ্মা সেতুতে আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে মোটরসাইকলে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আমরা সাময়িক সময়ের জন্য অনুমতি দিচ্ছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি চলবে। যদি বাইকাররা আইন না মানে, তবে এই নির্দেশনা বাতিল করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাইকারদের আচরণের ওপর এটি নির্ভর করবে কতদিন এ সুবিধা থাকবে। আমরা তাদের জন্য নির্ধারিত একটা লেন রাখবো। এটার মধ্যে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানো যাবে।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ)  : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৫...

বেনাপোলে টাস্কফোর্স অ’ভিযানে ৩২ লাখ টাকার ভা’রতীয় মোবাইল জ’ব্দ

সাইবুর রহমান সুমন, শার্শা: যশোরের বেনাপোলে বিশেষ টাস্কফোর্সের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩২ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ফোন...

ঝিনাইদহের ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ঝিনাইদহের চারটি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে...

বৈ’ষম্যহীন নিরাপদ ও মানবিক দেশ গড়তে বারোবাজারে বিএনপির ৩১ দফা দা’বিতে জনসভা 

হুমায়ুন কবির কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯ নং বারোবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বারোবাজারে বৈষম্যহীন,...