১নং শিবরামপুর ইউনিয়নে ভিজিএফ চলবে চাল বিতরণ

লেখক:
প্রকাশ: 1 year ago

রতন শর্মা, স্টাফ রিপোর্টার :-

আজ বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদ হলরুম চত্বরে ২০২৩-২০২৪ অর্থবছরের জুন মাসের ভিজিএফ চাল বিতরণ করেন ১নংশিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক । এসময় তিনি বলেন যে কেবল মাত্র জননেত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করেই তাদের কষ্ট নিবারণ করতেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতিমাসে প্রতিটি পরিবারের জন্য ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো বলেন যে কেবল মাত্র শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। কেবলমাত্র ভিজিএফ কার্ড এর মাধ্যমে সীমাবদ্ধ নয় এছাড়াও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতি কেজি চাল ১৫ টাকা কেজি দরে বিক্রয়,টিসিবি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সামগ্রী ক্রয়,বয়স্ক ভাতা, বিধবা ভাতা,মাতৃকালীন ভাতা, উপবৃত্তি প্রদান এর মত আরো অনেক অনুদান রয়েছে যেগুলো কেবলমাত্র শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্যই সম্ভব হয়েছে এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের সচিব ও প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যা বৃন্দ।

error: Content is protected !!