শ্রীপুরে-আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক এমপি মাহবুবুল আলম হানিফের আগমন 

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধি: 

মাগুরা শ্রীপুর উপজেলার ওয়াবদা মোড় টু কুষ্টিয়া আঞ্চলিক সড়ক ও লাঙ্গলবাধ টু পাংশা ব্রিজের কাজ পরিদর্শন উপলক্ষে উপজেলার লাঙ্গলবাধ হাইস্কুল মাঠে ,উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ১০ই জুন ২০২৩ শনিবার বিকালে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাহবুবুল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ. আব্দুল হাই, রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুর হাকিম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ এবং মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়ুনুর রশিদ মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছের বাবলু প্রমুখ ।

এর আগে জনসভার প্রধান অতিথি মাহবুবুল আলম হানিফ মাগুরা ওয়াবদা মোড় কুষ্টিয়া আঞ্চলিক সড়ক ও লাঙ্গলবাঁধ টু পাংশা চলমান নির্মিত ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন করেন ।

error: Content is protected !!