কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত যারা সর্বসাধারণের মধ্যে সর্বশিক্ষা অভিযান ও শিক্ষা মিত্র সাথে যুক্ত ছিলেন তাদেরকে বকেয়া বেতন দিয়ে কাজে ফেরাবার নির্দেশ দেন। সাথে সাথে তাদের দীর্ঘদিন ধরে পড়ে থাকা বেতন ফিরিয়ে দেবার আদেশ দেন। বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বলেন যে যারা ভারতের সরকারের পক্ষ থেকে সর্বশিক্ষা অভিযান শুরু ও শিক্ষা মিত্রদের কাজ করেছেন বামফ্রন্টের সরকার সময় থেকে তাদের কে বঞ্চিত করা যাবে না। তারা দীর্ঘদিন ধরে এই মহান কাজ করে এসেছে আম আদমি র সাথে। গত বামফ্রন্টের সরকার ২০০৪,সালে, থেকে শুরু হয় এই কর্মসূচির। কিন্তু এই কর্মসূচি বন্ধ হয়ে যায় তৃনমূল দলের সরকার আসতে গত ২০১৪,সালে। তারা বেতন পেতেন ২৪০০,টাকা, করে। তাদের দীর্ঘদিন এর বেতন ফিরিয়ে দেবার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এর একক বেঞ্চ। যারফলে বড় জয় হল শিক্ষা মিত্র সাথে যুক্ত কাজ হারা শিক্ষকদের।