লটারি ড্র নামে চলছে জমজমাট জুয়ার আসর

লেখক:
প্রকাশ: 2 years ago

খাগড়াছড়ি প্রতিনিধি
লটারী ড্র নামে পানছড়ির কুড়াদিয়া ছড়ায় অবৈধ্য লটারিসহ অসামাজিক কার্যকলাপের আয়োজন করেছে স্থানীয় এক শ্রেণির প্রভাবশালী জুয়াড়িরা।
মঙ্গলবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় ডাবু, বউ মাছ, ব্যাঙ টিকটিকিসহ বিভিন্ন ধরনের জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট লটারি কমিটি ও জুয়াড়িরা।yl
নির্দিষ্ট সময়ে লটারি ড্র না করে এসব অসামাজিক কর্মকান্ড ঘটাচ্ছে।
জানাগেছে  প্রতিটি ডাবু আসর থেকে ২৫ হাজার করে টাকা তোলছে, সেখানে প্রায় ১৫ থেকে ২০ আসর বসেছে।
এদিকে মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী বলেন, যারা ডাবু সহ অসামাজিক কাজে যদি কোনো কার্বারী, হেডম্যান জড়িত থাকে অভিযোগ পেলে সে সব কার্বারীদের ব্যবস্থা নেয়া হবে। প্রমাণ যদি পেলে পদচ্যুত করে দেয়া হবে বলে জানান।
এ দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক জানান, যারা সমাজকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে, এসব কাজের লটারি কমিটি  জুয়াড়িদেরকে ব্যবস্থা নেয়া হবে।

error: Content is protected !!