যাদবপুর কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী শাওনি ঘোষের হরে প্রচারে স্পিকার বিমান ব্যানার্জী

লেখক: Champa Biswas
প্রকাশ: 7 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আজ পশ্চিম বাংলা র যাদবপুর কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী শাওনি ঘোষের হয়ে প্রচার করেন পশ্চিম বাংলা র বিধান সভার স্পিকার ও বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিমান ব্যানার্জী। এদিন যাদবপুর কেন্দ্রের বারুইপুর বিধান সভার বিভিন্ন যায়গায় রোড় শো করেন। এবং যাদবপুর কেন্দ্রের সাধারণ মানুষের কাছে তৃনমূল দলের হয়ে ভোট ভিক্ষা করতে দেখা যায়।

তারা পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের গতি কে তরান্বিত করতে এবং কেন্দ্রের বিজেপি সরকার কে উৎখাত করতে আহবান জানান আম আদমি র কাছে।

আজকের এই রোড় শো তে উপস্তিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস ও প্রানী সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মধক্ষ্য শ্রী জয়ন্ত ভদ্র সহ দক্ষিণ চব্বিশ পরগনা শহর তৃনমূল দলের নেতৃত্ব এবং বারুইপুর টাউন তৃনমূল দলের নেতৃত্ব এবং বারুইপুর পশ্চিম তৃনমূল দলের নেতৃত্ব উপস্তিত ছিলেন।

error: Content is protected !!