যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোর জেলা গোয়েন্দা শাখা শার্শা থানায়  বিশেষ অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে। শনিবার (১৩ মে) ভোর পাঁচটায় শার্শা থানার দুর্গাপুর থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা শাখার  এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ শফিউল  ইসলামের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম যশোরের শার্শা থানায় অভিযান পরিচালনা দুর্গাপুর গ্রামের আবাদি জমিতে অজ্ঞাত নামা ৪/৫ জন আসামির ফেলে যাওয়া ২৬ কেজি গাঁজা উদ্ধার করে।
উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা। এ সংক্রান্ত বিষয়ে এসআই সাদ্দাম হোসেন  বলেন,মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে যশোর জেলা গোয়েন্দা সংস্থা নিয়মিত অভিযান পরিচালনা করছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজকের এ  অভিযান পরিচালনা করা হয় এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি নিজে বাদি হয়ে এ সংক্রান্ত বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সামাজিক গনমধ্যমে নিউজটি শেয়ার করুন।
error: Content is protected !!