মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিন আলম (৩০),মিলন (৩৫) ও মেসকাত হোসেন (৩০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিগণ যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের ফজলুর রহমান, আব্দুল মজিদ ও সোহরাব হোসেনের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই রইচ আহমেদ, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল শুক্রবার বিকাল আনুমানিক পোনে চারটায় ঝিকরগাছা থানার মাটি কুমড়া গ্রামের হাড়িখালি টু বাঁকড়া বাজার গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সংক্রান্ত বিষয়ে এসআই রইচ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।