মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “ঝাঁপা বাওড়”

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

ঝাঁপা বাওড়

মুহাঃ মোশাররফ হোসেনঃ

ফিরে এলো ঝাঁপা বাওড়ে পূর্বের সেই যৌবন,
তাইতো দেখা যাচ্ছে বাওড়ে সেই পানি লবন।
আনন্দ আর উৎফুল্ল বাওড়ের চারি পাশে মানুষের মনে,
আবার জাগ্রত  হলো বাওড়  কপোতাক্ষ নদ খননের কারনে।
সকলের মনের কথা বাওড় হলো সবল,
এবার বাওড়ের জমিতে কৃষকরা পাবে ভালো ফসল।
বাওড়ের এই ভরা যৌবনে বাওড় মালিকরা করবে চাষ,
এইবার-ইহয়তো খাবেনা বাওড় মালিকরা বাঁশ।
error: Content is protected !!