মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “ইলিশের কাটা”

লেখক:
প্রকাশ: 2 years ago

কবিতা

ইলিশের কাঁটা

মুহাঃ মোশাররফ হোসেনঃ

পদ্মা নদীর ইলিশ মাছ,
খেয়ে বাবুর হাঁস-ফাঁস ৷
ডাক্তার এলো জলদি করে,
বলছে বাবু বাঁচাও মোরে ৷

ভাজা মাছের কাঁটা’ ফুটে গেছে দুটো”
থেকে থেকে আমায় দিচ্ছে গুঁতো।
ওষুধ দিয়ে ডাক্তার গেলো,
ধীরে ধীরে সুস্থ হলো।

ভয়ে ইলিশ ছাড়লো খাওয়া”
এখন’ দূর হতে শুধুই চাওয়া।
একবার খেয়ে প্রাণে বেঁচেছি,
বলতে পারবো ইলিশ খেয়েছি।

error: Content is protected !!