Saturday, January 25, 2025

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা আল্লাহ মহান”

Date:

Share post:

    কবিতা

“আল্লাহ মহান”

মুহাঃ মোশাররফ হোসেন:

আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান,
তুমি যে করুণাময়, অসীম দয়ালু মেহেরবান।
নেই তুলনা তোমার সাথে আর কারোরই,
তুমিই তো, রহমানুর রহীম, তুমি যে প্রভু- দয়াবান।
দুনিয়াতে আছে যত পাপী আছে গুনাহগার,
তোমার দয়ায় সবাই পায় মাফ যত গুনাহ তার।
করতে পারি না তোমার প্রশংসা যতটা পাওয়ার,
হয়েছি অকৃতজ্ঞ, ভুলেছি তোমায় মোহে পড়ে দুনিয়ার।
তবুও তুমি দিয়েছো সব, রক্ষা করেছো আমাদের প্রাণ,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
করি না তোমার গোলামী, বানিয়েছি অংশীদার,
রাখিনি মনে তোমার করুণা, বানিয়েছি রাহবার।
মনেরও গহীনে বাসা বেঁধেছে, কীট যত অকৃতজ্ঞার,
তোমার দাসত্ব করি না আমি, নিয়ামত খেয়েও তোমার।
তোমার নামেতে ডুবে থেকেও করছি তোমারই নাফরমান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
মাশরিক থেকে মাগরিব আমি যেদিকে তাকায়,
তুমিই যে প্রভু, ওগো তুমি প্রভু, মনে পড়ে যায়।
নীল আকাশ, দক্ষিণা বাতাস, ঢেউ ভরা সাগর,
ধু-ধু মরু, আর সবুজে ঘেরা এই নিপুন সংসার।
গেয়ে শেষ হবে নাকো ওগো, তোমার গুণগান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান,
তুমি যে করুণাময়, অসীম দয়ালু মেহেরবান।
নেই তুলনা তোমার সাথে আর কারোরই,
তুমিই তো, রহমানুর রহীম, তুমি যে প্রভু- দয়াবান।
দুনিয়াতে আছে যত পাপী আছে গুনাহগার,
তোমার দয়ায় সবাই পায় মাফ যত গুনাহ তার।
করতে পারি না তোমার প্রশংসা যতটা পাওয়ার,
হয়েছি অকৃতজ্ঞ, ভুলেছি তোমায় মোহে পড়ে দুনিয়ার।
তবুও তুমি দিয়েছো সব, রক্ষা করেছো আমাদের প্রাণ,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
করি না তোমার গোলামী, বানিয়েছি অংশীদার,
রাখিনি মনে তোমার করুণা, বানিয়েছি রাহবার।
মনেরও গহীনে বাসা বেঁধেছে, কীট যত অকৃতজ্ঞার,
তোমার দাসত্ব করি না আমি, নিয়ামত খেয়েও তোমার।
তোমার নামেতে ডুবে থেকেও করছি তোমারই নাফরমান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
মাশরিক থেকে মাগরিব আমি যেদিকে তাকায়,
তুমিই যে প্রভু, ওগো তুমি প্রভু, মনে পড়ে যায়।
নীল আকাশ, দক্ষিণা বাতাস, ঢেউ ভরা সাগর,
ধু-ধু মরু, আর সবুজে ঘেরা এই নিপুন সংসার।
গেয়ে শেষ হবে নাকো ওগো, তোমার গুণগান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ইসলামপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রশিবিরের মানবিক উদ্যোগ

জাবির আহম্মেদ জিহাদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামপুর উপজেলা...

সিরাজগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিক-সেলিম প্যানেলের জয়

 সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডভোকেট রফিক মোহাম্মদ শরিফুর হায়দার সরকার (বিএনপি) এবং...

সিরাজগঞ্জে আয়া-নৈশপ্রহরী দিয়ে ক্লাস নেওয়ায় মাদ্রাসা সুপারকে শো’কজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসায় শিক্ষকের অভাবে আয়া ও নৈশপ্রহরী দিয়ে ক্লাস নেওয়ার ঘটনায় মাদ্রাসার সুপার...

রৌমারী বিএনপির সাধারণ সম্পাদক হতে চান ৮০’র দশকের ছাত্রনেতা রঞ্জু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বিশেষ এক জরিপে একধাপ এগিয়ে রয়েছেন ৮০ দশকের...