
মোঃ ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টার
মহান মে দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন সুরধুনী ও বিবর্তন যশোর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা মে) বিকালে যশোর টাউন হল ময়দানের উন্মুক্ত রওশন আলী মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিবর্তন যশোরের প্রতিষ্ঠাতা সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সানোয়ার আলম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা নাজিম উদ্দীন,বিশিষ্ট সাংস্কৃতিক ও সুরধুনীর সভাপতি, ব্যক্তিত্ব হারুন অর রশীদ এবং বিবর্তনের সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস।

সাংস্কৃতিক পর্বে ১০ টি গণ সংগীত পরিবেশনসহ আবৃত্তি করেন বিবর্তনের মৃণ্ময় চক্রবর্তী, শীলা রানী দাস, শর্মিষ্ঠা ভট্টাচার্য ও রুহিনা শারমিন এলিশ।