শিরোনাম:
শিরোনাম:
নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার কালীগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে বিএনপির শাড়ী বিতরন প্রবল ভারী বৃষ্টিপাতের কারণে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর, উদ্ধারে জেলা পুলিশ স্মৃতির কাপ্তাই মিলনমেলা অনুষ্ঠিত যশোরের ঢাকুরিয়া সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরণ ঝিনাইদহের নলডাঙ্গায় বিএনপি’র সাম্প্রদায়িক সম্প্রতি সমাবেশ রাজশাহীতে অনুষ্ঠিত হল জামায়াতের সদস্য সম্মেলন  অপহরণ নয় প্রেমের টানেই ঘর ছেড়েছে হিন্দুধর্মাবলম্বী কিশোরী আদালতে জবানবন্দি  যশোরের মুক্তেশ্বরী নদীতে মাছ শিকারের মহোৎসব নড়াইলে দু পক্ষের সংঘর্ষে বিএনপি অফিস ভাংচুর দুইজন  আহত অভয়নগরে গভীর রাতে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা নিহত ১ আহত ২ রাতের মহিলাদের সুরক্ষা দিতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে চালু হল প্রিন্ক প্রেট্রোল পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাব দখলের অভিযোগ থানা বিএনপির বিরুদ্ধে শ্রীপুরের সাচিলাপুর আবাসনে প্রায় হাজার মানুষের জনদুর্ভোগে ক্রমেই ভয়াবহ দেখার কেউ নেই  জাককানইবি সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নড়াইলে আ.লীগের অঙ্গসংগঠন ও সাংবাদিকসহ ৭২ জনের নামে মামলা কুষ্টিয়া পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছে  বিদ্যুতের জাতীয় গ্রিডের টাওয়ার রৌমারীতে রাস্তার কাজ বন্ধ দুর্ভোগে এলাকাবাসি আওয়ামী লীগ নেতা তুষার কান্তি ৭ দিনের রিমান্ডে ইদে মিলাদুন্নাবী (স) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত  দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় বড় ভূমিকা রয়েছে ওলী আউলিয়াদের, কলকাতার খিদিরপুর খানকা শরীফের ছোট পীর সাহেব সতীঘাটা কামালপুর চাষের মাঠে আমন ধানে বাম্পার ফলনের সম্ভাবনা  ভবদহের স্থায়ী জলাবদ্ধতার সমাধানে টিআরএম চালুসহ নদী রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন  সবাই মিলে যদি হই একজোট বাল্য বিবাহ হবে প্রতিরোধ কেশবপুরে এনসিটিএফ এর মনোসামাজিক সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জরুরি বিজ্ঞপ্তি ক্ষমতার পালাবদল হয়ে কি মানুষের ভাগ্যের উন্নতি হচ্ছে ? নড়াইলে চাঞ্চল্যকর আমেনা বেগম হত্যার আসামী আসিফ মোল্লা গ্রেফতার যশোরে নতুন সংগঠন “বৈষম্য বিরোধী সনাতন সমাজ”-এর আত্মপ্রকাশ আমাদের মূল লক্ষ্য জনগণের গণতন্ত্র এখনও ফিরে পাইনি

মনিরামপুরে শিক্ষায় বিশেষ অবদান ও কৃত্বিতের শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা / জেলা-প্রতিনিধি / ২১ বার পড়া হয়েছে
সময় শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার মনিরামপুর উপজেলার ৯৬ গ্রামের কনকানিল ফাউন্ডেশন পক্ষ থেকে শিক্ষায় বিশেষ অবদান ও কৃত্বি শিক্ষার্থী-২০২৩ এ যাঁরা জিপিএ ৫.০০ অর্জন করেছে তাঁদের সংবর্ধনার আয়োজন করা হয়।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ১৫ নং কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামে কনকানিল ফাউন্ডেশন-এর নিজস্ব কার্যালয়ের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
রাইচরণ-শরৎ চন্দ্র স্মৃতি কমপ্লেক্সের উপদেষ্টা অসিত বরণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বপন কুমার সরকার, জেলা ও দায়রা জাজ,বিভাগীয় দ্রুত বিচার আদালত,সিলেট, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মশিয়াহাটী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিশান্ত মন্ডল, সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল এন্ড কলেজ অভয়নগরের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, ১৫ নং কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখর চন্দ্র রায় সহ অন্যান্য অতিথিবৃন্দসহ অভিভাবক ও স্থানীয় সুধীজন।
নিম্মে উল্লেখিত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

পোড়াডাঙ্গা আর.সি মাধ্যমিক বিদ‍্যালয়-১.জ‍্যোতি মন্ডল, পিতা – অরবিন্দ মন্ডল, গ্রাম-পোড়াডাঙ্গা।
লখাইডাঙ্গা মাধ্যমিক বিদ‍্যালয়-২.তাহরিমা খাতুন,গ্রাম- বালিধাকুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ‍্যালয়-৩.ঐশি সরকার, পিতা -প্রভাত সরকার,গ্রাম – কুলটিয়া
৪.মিনতী রায়,পিতা- ভবেন রায়,গ্রাম- মহিষদিয়া
মশিয়াহাটী বহুমূখী উচ্চ বিদ‍্যালয়-৫.বন‍্যা মন্ডল, পিতা -রবিন মন্ডল, গ্রাম-সুজাতপুর।৬.রাহুল বিশ্বাস,পিতা- তপন কুমার বিশ্বাস,গ্রাম -সুজাতপুর।৭. সম্প্রীতি বিশ্বাস,পিতা – বিশ্বজিৎ বিশ্বাস গ্রাম- সুজাতপুর,মশিয়াহাটী,যশোর। মশিয়াহাটী ডিগ্রী কলেজ-৮.মুক্তি মন্ডল,পিতা- সনজিত মন্ডল,গ্রাম-সুজাতপুর।৯.সন্তু বিশ্বাস,পিতা- রনজিত বিশ্বাস,গ্রাম- সুজাতপুর।সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ‍্যান্ড কলেজ-১০.চৈতি সরকার,মাতা-অর্পনা সরকার,গ্রাম- সুন্দলী।১১. অরন‍্যা সরকার,পিতা-প্রদীপ কুমার সরকার, গ্রাম-দিগঙ্গা১২. নিলয় মন্ডল,পিতা- নীলকমল মন্ডল,গ্রাম- রামসরা আড়পাড়া মাধ্যমিক বিদ‍্যালয়-১৩.রচনা রায়, পিতা – বিজন রায়,গ্রাম-রাজাপুর১৪ ঐশ্বী মন্ডল,পিতা- সুভাষ মন্ডল, আড়পাড়া,দিগঙ্গা কুচলিয়া হরিদাসকাটি বহুমুখী উচ্চ বিদ‍্যালয়১৫.দষ্টি ধর,পিতা-পরিতোষ ধর,গ্রাম- হরিদাসকাটি১৬.জিৎ মন্ডল,পিতা-হরিচাঁদ মন্ডল,গ্রাম- হরিদাসকাটি,পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ‍্যালয়-১৭.স্নেহা রায়,পিতা-সুকুমার রায়,গ্রাম-পাঁচবাড়িয়া১৮.সূচনা সরকার,পিতা-জয়দ্রত সরকার,গ্রাম-পাঁচকাটিয়া
১৯.বৃষ্টি রায়,পিতা-আনন্দ মোহনরায়,গ্রাম-পাঁচবাড়িয়া।

আন্ধা মাধ্যমিক বিদ‍্যালয়-২০. সৌদিয়া নূসরাত ইভা,পিতা-মোঃ হাদীউজ্জামান,গ্রাম-চলিশিয়া
২১.সাধনা রাণী রায়,পিতা- পরিতোষ কুমার রায়
,আন্ধা,২২.হুমায়রা খাতুন,পিতা- কাবলু মোল‍্যা,চলিশিয়া,২৩.প্রত‍্যাশা রায় পূজা,পিতা- প্রজিত কুমার রায়,গ্রাম-ডুমুরতলা,বাগডাঙ্গা দহাকুলা মাধ্যমিক বিদ‍্যালয়-২৪.জান্নাতী ফেরদৌস,পিতা-মোঃ জিসান আহম্মদ রতন,গ্রাম-আড়শিংগাড়ী,২৫.শান্ত দাস,পিতা- শ্রী দুলাল দাস,গ্রাম-দহাকুলা,২৬.সৌভিক মল্লিক,পিতা-সুব্রত কুমার মল্লিক,গ্রাম-পোড়াডাঙ্গা
২৭.মোসাঃ আফ্রজা খাতুন,পিতা- জামাল হোসেন, গ্রাম-বাগডাঙ্গা,২৮.মোঃ রাজিব হোসেন,পিতা-মোঃ ফারুক হোসেন,গ্রাম- পোড়াডাঙ্গা,২৯.মাসরুফা সুলতানা ইতি,পিতা-মোঃ আঃ লতিফ গাজী,গ্রাম-পাড়িয়ালী,বাহাদুরপুর মাধ্যমিক বিদ‍্যালয়-৩০.তীর্থ মল্লিক,পিতা-বিকাশ মল্লিক,গ্রাম-বাহাদুরপুর,৩১.মারিয়া খাতুন,পিতা- মোঃ আব্দুর রহিম,গ্রাম-মাছনা৩২.জ‍্যোতি দাস,পিতা- অসীম দাস,গ্রাম-বাহাদুরপুর।
প্রত্যককে ২ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একাধিক নিউজ
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!