মণিরামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন

লেখক:
প্রকাশ: 2 years ago

মণিরামপুর প্রতিনিধি:

যশোরের মণিরামপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।২৫ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় মণিরামপুর উপজেলা চত্বরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপণ ভট্টাচার্য্য এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড, মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব পরিমল শিংহ, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আলী হাসান, মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা পরিষদের সদস্য নাসরিন সুলতানা শোভা,তরুণ আওয়ামী লীগ নেতা এডভোকেট বশির আহমেদ খান সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
প্রধাণ অতিথি কে উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপণ ভট্টাচার্য্য এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড, মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব পরিমল শিংহ সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল বলেন, দেশের জেলা উপজেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এছাড়া পুরনো স্টেডিয়াম ভেঙ্গে নতুন আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ৬৪টি জেলায় ৬৪ টি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিয়েছেন যেখানে বেকার যুবকেরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের আত্মকর্ম সংস্থান করে নিচ্ছেন। যুব প্রশিক্ষণ কেন্দ্র নতুন প্রকল্প গ্রহণ করেছি সেখানে মণিরামপুর প্রথম ধাপে থাকবে বলে আশা করি।এর পর ভিত্তি প্রস্তর এর শুভ উদ্ভোধন করেন।দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

error: Content is protected !!