Wednesday, January 15, 2025

মণিরামপুরে নৌকার পক্ষে আমজাদ হোসেন লাভলুর পথসভা

Date:

Share post:

মোঃ হাবিবুল্লাহ হুসাইন, নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মণিরামপুরে নৌকার পক্ষে পথসভা করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জননেতা আমজাদ হোসেন লাভলু। ১০ই জুন শনিবার মণিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দোগে বীরমুক্তিযোদ্ধা কওছার আলীর সভাপত্বিতে ৮৯ যশোর ৫ আসনের জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকার পক্ষে দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভা অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি জননেতা জনাব আমজাদ হোসেন লাভলু। প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন লাভলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন হয়েছে।

এক সময় এই মণিরামপুর বাজারে আওয়ামী লীগের নাম বলার লোক ছিল না। যখন আওয়ামী লীগের কথা মণিরামপুরে বললে মার খেতে হতো ঠিক সেই সময় আপনাদের সাথী হিসেবে বন্ধু হিসাবে আমি রাজপথে এসেছিলাম। আমি সেদিন বিএনপির বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। তাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি।

আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আমার জীবন বাজি রেখে রাজপথে আওয়ামী লীগের জন্য সংগ্রাম করেছি এটাই ছিল আমার ইতিহাস। আমার ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি, যুবরাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি করতে এসে আমি চরম সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে আমি এই পর্যায়ে গড়ে উঠেছি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আপনাদের আশীর্বাদে আমি মণিরামপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হয়েছিলাম,আপনাদের আশীর্বাদে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম সেই অবদান ছিল আপনাদের। আমি দুইবার দায়িত্ব পালন করার সময় আমি চেষ্টা করেছি আওয়ামী লীগ এবং আপনাদের পাশে থাকার জন্য। যাদের বিবেক এবং মানবতা আছে তাদেরই রাজনীতি করা উচিত বলে আমি মনে করি। কারণ তারাই মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে।

আমি আপনাদের সাথে আছি, ছিলাম, আপনাদের সাথে থাকবো। এই এলাকার মানুষ যখন আমাকে ডাকে আমি দূরে থাকতে পারিনা, আপনারা যখনই ডাকবেন আপনাদের বিপদে আপদে আমি থাকবো। আমি সর্বশেষ আপনাদের কাছে প্রার্থনা করি, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ করবেন। জননেত্রী শেখ হাসিনা যেন দীর্ঘায়ু হন। তিনি দীর্ঘদিন বেঁচে থাকেন এবং বাংলার মানুষের যেন সেবা করতে পারেন। আজ এমন একটা সময় এখানে দাঁড়িয়ে কথা বলছি সামনে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা যেন আবারও এই দেশের ক্ষমতায় আসতে পারে, মানুষের সেবা করতে পারে, লক্ষ্যকে বাস্তবায়ন করতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, সেই দিকেই আমাদের খেয়াল রাখতে হবে। এই শপথ আমাদের নিতে হবে। পথসভা কালে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা মহিলা আওয়ামীগের সভা নেত্রী রিতা পাড়ে, মণিরামপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান,ঝাপা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জমান রান, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান, মণিরামপুর উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে বৈষ’ম্যবি’রোধী শিক্ষার্থীদের লিফলেট বিতরণ ও মতবিনিময়

হরিদাসকাটি প্রতিনিধি: "জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা" স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মণিরামপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা লিফলেট বিতরণ কর্মসূচি...

সিরাজগঞ্জে অ’স্ত্র মাম’লায় চার জনের যাব’জ্জীবন কা’রাদণ্ড

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে এক এনজিও কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার জনকে যাবজ্জীবন...

বেনাপোল সীমান্তে ৮ লক্ষ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

বেনাপোল প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্প্রতি সীমান্ত এলাকায় চালানো বিশেষ অভিযানে প্রায় ৮ লক্ষ ৯০ হাজার টাকার ভারতীয়...

সতীঘাটায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পথসভা

স্টাফ রিপোর্টার: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর সদর থানা কমিটির উদ্যোগে সতীঘাটা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জাতীয় ও জনস্বার্থবিরোধী ট্যাক্স-ভ্যাট বৃদ্ধি...