নেহালপুর স্কুল এন্ড কলেজে মানবতার সংস্থা আয়োজনে ইফতার দোয়া অনুষ্ঠান
তহিদুল ইসলাম যশোরঃ
মানবতার সংস্থা আয়োজনে দুই শতাধিক রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো:জাকারিয়া হোসেন(জাদু) ও সংস্থার সাধারণ সম্পাদক নিশান হোসেনের সহযোগিতায় আয়োজন সম্পূর্ণ হয়েছে।অনুষ্ঠানের সমালোচনা ও দোয়া করেন হাফেজ, এবং কারি।
এবিষয়ে প্রতিষ্ঠাতা জাকারিয়া হোসেন গণমাধ্যম কর্মীরা তাদের সংস্থা কার্যক্রম সর্ম্পকে জানতে চাইলে তিনি জানায়।আমাদের সংস্থা নাম টাই একটু ভিন্ন।
মানবতার সংস্থা, মানবতা মানে কি আগে জানতে হবে।আমরা অধিকাংশ সকলে ছাত্র, এবং ইয়াং জেনারেশনের ছেলে।আমরা প্রথমে ব্লড নিয়ে যাত্রা শুরু করি।এবং বিভিন্ন স্কুল কলেজে ফ্রী ব্লাড ক্যাম্পিং সহ অসহায় মানুষের কল্যানে কাজ করি।