নড়াইলে কৃষক অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 1 year ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন প্রকল্পের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সকাল ১১টার দিকে নড়াইল উপজেলা  প্রশিক্ষণ হলরুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা  বিএম জাহিদ শাখিল এর সার্বিক সঞ্চালনায়  কৃষক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন খান নিলু, চিফ স্পিদকার হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর নড়াইল এর উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়, উপ- সহকারী মোহাম্মদ মনিরুল ইসলাম, কী নেট কী নোট প্রেজেন্টার প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি,
স্বাগত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ মোহাম্মাদ রোকনুজ্জামান,  নড়াইল। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুফায়েল মাহামুদ তুফান। কৃষি বিসয়ক প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ কৃষি উদ্যোক্তা ও বিএফ এর সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান, বিশিষ্ট ব্যাবসায়ি অলোক কুমার কুন্ডু, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
error: Content is protected !!