নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী কে জরিমানা
লেখক:
Rakib hossain প্রকাশ: 7 months ago
নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরনবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুর রহমান ভূইয়াকে জরিমানা ৭ হাজার টাকা জরমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ১৩ মে (সোমবার) দুপুরের পরে পৌরসভার রূপগঞ্জ বাজারে এলাকায় নির্বাচনী প্রচারনা চলাকালে এবং দেয়ালে পোষ্টার, ওয়ার্ডে একের অধিক নির্বাচনী ক্যাম্পসহ মোটরসাইকেল শোভাযাত্রা করায় আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুর রহমান ভূইয়াকে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, নির্বাচনী আচরনবিধি সম্পর্কে আগে থেকেই প্রার্থীদের সতর্ক করা হচ্ছে। এর পরও প্রার্থীরা নিয়ম না মানলে আইন মোতাবেক জরিমানাসহ ব্যবস্থাগ্রহণ করা হবে।