দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষ, নারীপুরুষ সহ ১৩ জন আহত

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধি: 

দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর নোয়াগাঁও ও ইসলামপুরে ২৯ শে মে সোমবার রাত ৮.৩০ মিনিটে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।এতে নারীপুরুষসহ আহত ১৩ জন। ১১ জন দিরাই উপজেলা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে গুরুতর আহত ও আশঙ্কাজনক হওয়ায় আসদ আলী (৮০) পিতা মৃত খুরশেদ আলী, অপরপক্ষের সিরাজুল ইসলাম (৪০)পিতা আব্দুল হাসিম দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল এন্ড কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দুপক্ষের সংঘটিত সংঘর্ষে ১৩ জনের মাথায়, বুকে, পায়ে জখমি রুগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং আশঙ্কাজনক দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মনি রানী তালুকদার (এমবিবিএস) ।

পরিস্থিতি সামাল দিতে ও ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে ঘটনাস্হলে পুলিশ মোতায়েন করা হয়েছে।দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা চিকিৎসাধীন রোগীদের পরিদর্শনে এসআই অরুপ উপস্থিত রয়েছেন বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মুক্তাদির হোসেন।

error: Content is protected !!