চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৩-২৪ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুলতান মাহমুব সাগর, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন শান্ত এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিদরাতুল মুনতাহা আলম।
শনিবার (১৩ মে) রাত সাড়ে ১০ টায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির নতুন এই কমিটি ঘোষণা দেওয়া হয়।
নবনিযুক্ত সভাপতি সুলতান মাহবুব সাগর বলেন, বগুড়া জেলার শিক্ষার্থীদের কল্যান সাধনে কাজ করার উদ্দেশ্যে গঠিত এই কমিটির সভাপতি পদের জন্য আমাকে যোগ্য মনে করায় নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্পিত দায়িত্বকে একটি পবিত্র জিম্মাদারি হিসেবে গ্রহণ করে সংগঠনের সকলের সহযোগিতায় সংগঠনকে সক্রিয় এবং গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, সংগঠনের দায়িত্বকে আমানত মনে করে আমি আমার নিজের দায়িত্ব পালন করতে চাই। জুনিয়র সিনিয়র ও সাবেকদের মেলবন্ধন অটুট রেখে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নিজ জেলার ভাবমূর্তি সমুন্নত রাখাই আমার লক্ষ্য। সংগঠনের শুভাকাঙ্ক্ষী সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।
৭১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: জাহিদ হাসান বিপ্লব, জিহাদ ইসলাম ইফতি, রবিউল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক: গোলাম কবির রুহানি, স্বপন মিয়া, সাদমান সাকিব, সজল হাসান, মিনহাজুল ইসলাম (ফারাবি), শাহরিয়ার হাসান সিজান, সামিউল সিয়াম, জিহাদ হাসান, মারুফ হাসান, সাদমান সাকিব নিলয়, শাহনাজ মুন্নি, ফিরোজ শান্ত, শামীম রাইহান রবিন, মুশফিকুল হাসান, আরিফ ইকবাল, সোহাগ হাসান। সাংগঠনিক সম্পাদক: আকিজ মাহমুদ শাকিল হোসেন শোভন, শান্ত রেজা সাব্বির, সাইরিব সুপ্ত, রাহুল, পারভেজ রাকিব, মোস্তফা কামাল রাজু, রাসেল আহমেদ, তানিম মুশফিক, লব কুমার, সামিউল করিম, আরিফ রিমন, জুয়েল রানা দপ্তর সম্পাদক: মোরশেদ ইসলাম ; উপ-দপ্তর সম্পাদক: এস ডি রিয়াদ মাহমুদ
; উপ- দপ্তর সমপাদক: সিয়াম আহমেদ নোমান; অর্থ সম্পাদক: ইমতিয়াজ আহমেদ জুলিয়ান ; উপ- অর্থ সম্পাদক: আবির মাহমুদ, তৌফিক রুদ্র ; শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: ইমন সরকার; উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: রাকিব আহমেদ, মনিরুল ইসলাম; প্রচার সম্পাদক: তানভির আহমেদ সানি উপ-প্রচার সম্পাদক: আমিনুর ইসলাম, গ্রন্থ্য ও প্রকাশনা বিষয়ক সম্পদক: মাসুম তালুকদার, মোঃ শাকিল মন্ডল, ছাত্রী বিষয়ক সম্পাদক: সাদিয়া রূম্পা, সুমাইতা আনজুম তনিকা, উপ-ছাত্রী সম্পাদক: সোহানা আক্তার ইসমত আরা ইশু, ছাত্র বিষয়ক সম্পাদক: মোসতাক আহমেদ, উপ-ছাত্র বিষয়ক সম্পাদক: নাহিদ হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক: তাইজুল ইসলাম, উপ- সংস্কৃতি সম্পাদক: চয়ন সাহা চেরি, আইন সম্পাদক: রিফাত রহমান, উপ- আইন সম্পাদক, মাইশা মেহজাবিন তুবা, তথ্য বিষয়ক সম্পাদক, উম্মে হাফসা মিম, উপ-তথ্য বিষয়ক সম্পাদক,জাকিয়া খাতুন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, নুসরাত জাহান রিফাত, জান্নাতুল ফেরদাউস জেমি, উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,মাহিমাতুল ইলা,ক্রীড়া বিষয়ক সম্পাদক মিনার আহমেদ, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক আকাশ সরকার, সাহিত্য বিষয়ক সম্পাদক আফরান পরান, উপ- সাহিত্য বিষয়ক সম্পাদক নাসিফ শাহরিয়ার স্মরণ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিব প্রধান, উপ- প্রযুক্তি বিষয়ক: কামরুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক: টি এম জান্নাতুন নাইম, উপ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
সামাজিক মাধ্যমে সংবাদটি সবাই শেয়ার করুন