কেসিসি নির্বাচন : নৌকার পক্ষে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংগঠনের প্রচারণা 

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

এস.কে বাপ্পি,খুলনা ব্যুরো:

আসন্ন ১২ই জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা মহানগর এ-র সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধাআলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ-র নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে বুধবার বিকেলে খুলনা মহানগরী বিভিন্ন ওয়ার্ডের সকল মহল্লায় গণসংযোগ ও প্রচার করেন।

বাংলাদেশ বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,খুলনা জেলা শাখা। এ সময় নেতৃবৃন্দ তালুকদার আব্দুল খালেক এর ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জনসাধারণদের অবগত করেন।

এসব সংগঠনের পক্ষে প্রচারণা করেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,খুলনা জেলা শাখার, সভাপতি রাকিবুজ্জামান সরদার, সহ সভাপতি অতীন মন্ডল, সহ সভাপতি সুব্রত সাধারণ সম্পাদক শেখ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মোল্লা, উপ ধর্ম বিষয় সম্পদাক তুরাপ শিকদার, সংগঠনে আরো উপস্থিত ছিলেন। রূপসা উপজেলার সভাপতি আব্দুল রউফ শিকদার, সহ সভাপতি, মোস্তাক মোল্লা

সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বিশ্বাস, দাকোপ থানা কমিটির সভাপতি আব্দুল সোবহান সরদার, সাধারণ সম্পাদক দেবান্নদান সরদার ,তেরখাদা উপজেলার সভাপতি মোঃ কাইনাথ সাধারণ,সহসভাপতি,খালিদুজ্জামান,সাধারণ সম্পাদক, শেখ শামিম হাসান, সদস্য, তরফদার, হাসিব,লেলিন, আজমির, অনিমেষ, আলাউদ্দিন প্রমুখ।

error: Content is protected !!