কালীগঞ্জে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

হুমায়ুন কবির,ঝিনাইদহ(কালীগঞ্জ)প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ফেনসিডিলসহ লালবানু নামে নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুকবার দুপুরে তাকে উপজেলার শিবনগর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকেজ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটক লালবানু শিবনগর এলাকার সায়েদ আলীর স্ত্রী। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবনগর এলাকা থেকে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী লালবানুকে আটক করা হয়।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগে লালবানুর নামে বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

error: Content is protected !!