কামালপুর ঈদগাহের প্রাচীর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি:

মণিরামপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কামালপুর ঈদগাহের প্রাচীর ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি।৮ই জুন বৃহস্পতিবার বিকেলে কামালপুর ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার মাঠে ঈদগাহের প্রাচীর ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কেরামত আলীর সভাপতিত্বে মাদ্রাসার সুপার মাওলানা মুনছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, তরুণ আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান, জেলা পরিষদের সদস্য নাসরিন সুলতানা শোভা, কাউন্সিলর গীতা রানী কুন্ডু, পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, আইয়ুব পাটোয়ারী, বাবুলাল চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!