কয়রায়  তিনটি দোকান আগুনে পুড়ে ছাই

লেখক:
প্রকাশ: 1 year ago

কয়রায়  তিনটি দোকান আগুনে পুড়ে ছাই
সুমন হাসান
কয়রা খুলনা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী কাছারিবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
২৪ মে ভোর ৫ টার দিকে কাছারীবাড়ি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাজার কমিটির সভাপতি সরদার হারুন জানান, বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম জানান, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভিব রাখাসহ ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
error: Content is protected !!