একদল কিশোর গ্যাংয়ের হামলায় শ্রীপুরের কলেজ ছাত্র গুরুতর আহত

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধিঃ

বন্ধুর ডাকে মেলা দেখতে গিয়ে একদল কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার কলেজ শিক্ষার্থী মোঃ জামিল শেখ ১৮

আহত মোঃ জামিল শেখ আমলসার গ্রামের হবিবর রহমানের ছেলে।

জানাগেছে ৩১ মে ২০২৩ বুধবার রাতে বন্ধুদের সাজানো পূর্ব পরিকল্পনা সাজানো ফাদ অনুযায়ী মেলা দেখতে গিয়ে হামলার শিকার হন বলে অভিযোগ করেন মোঃ জামিল শেখ।

আহত মোঃ জামিল শেখ জানান, আমার পরিচিত বন্ধু ফোন করে মেলা দেখার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
এসময় বাসা থেকে বের হয়ে যাওয়ার পথে আমলসার খেয়া ঘাট এলাকায় পৌঁছালে আগে থেকেই সেখানে উৎ পেতে বসে থাকা থাকা অজ্ঞাতনামা ১০/১৫ জন আমার উপর হাতুড়ি,রড দিয়ে প্রাণনাশের উদ্দ্যেশ্য অতর্কিতভাবে হামলা করে।
এতে আমি মারাত্মক আহত হই। মারধরের একপর্যায়ে ফাঁক পেয়ে আমি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে নদী পাড় হয়ে উপারের একটি বাজারে দৌঁড়ে পালায়।
অতঃপর হামলাকারীরাও নৌকা নিয়ে আমাকে ধরার জন্য নদী পার হয়ে উপারে পৌঁছায়।
তবে বাজারের লাইটের আলো দেখে তারা পালিয়ে যায়।
এ সময় আনোয়ারের ছেলে সোয়াদ (১৮), সুফিয়ারের ছেলে রিয়াজ (১৮), শোহান (১৮)
মকদুলের ছেলে আলিফ (১৮), রফিকের ছেলে সোহানুর (১৮), কাউসারের ছেলে আহাদ(১৮), আইমূলের ছেলে ইমামুন (১৮), মন্দিরের ছেলে সুজন (১৮) সহ অজ্ঞাত আরোও ১০/১২ জন হামলা করে। অভিযুক্তরা সবাই আমলসার গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা।

ঘটনাটি জানার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জামিরের চাচা সাবেক সেনা সদস্য ফজলুল রহমান আরো জানান ,
এরকম রাতের আধারে হামলার ঘটনা নেক্কারজনক। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।
বর্তমানে সে চিকিৎসাধীন দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি আছে ।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শ্রীপুরে কোনো ধরনের কিশোর গ্যাং, মাদক কারবারি,বিকাশ প্রতারক,জুয়া থাকবেনা। জড়িতের বিরুদ্ধে শক্তভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ।

error: Content is protected !!