Tuesday, February 11, 2025

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

Date:

Share post:

নূরুল হক,মণিরামপুর প্রতিনিধি: 

‘প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ‘১৯৭১ সালের পরাজিত শক্তি ঘাতকচক্র জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে তিনি নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু এ উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং গণতন্ত্র বিরোধী চক্র আবারও নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে, অপশক্তির এ অপতৎপরতা ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে।’

শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশর ২৩ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা-এর বাস্তবায়নে ও মণিরামপুর পৌরসভার সার্বিক তত্ত¡াবধানে অংশ হিসেবে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহের পাইপ লাইন সংযোগ ও প্রয়োজনীয় আনুসাঙ্গিক কাজের সমাপ্ত শেষে মণিরামপুর পৌরসভায় পানি সাপ্লাই এর শুভ উদ্বোধন ও উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

শনিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও মণিরামপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হোসেন।

পৌর নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, বাংলাদেশের ২৩ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিচালক প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ ওয়াজেদ আলী, যশোর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ পারভেজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের তরুণনেতা অ্যাড. বশির আহম্মেদ খান, জেলা পরিষদ সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, আওয়ামীলীগনেতা মোন্তাজ বিশ্বাস, মণিরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি তুলসি বসু, এলজিইআরডি প্রতিমন্ত্রীর এপিএস কবির খান, তরুন আওয়ামীলীগনেতা মুরাদুজ্জামান মুরাদ, ইঞ্জি. কাজী মাহদুদ পারভেজ শুভ, পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, অনিমা মিত্র, অপেলা খাতুন, আসাদুজ্জামান আসাদ, বাবুলাল চৌধুরী, আজিম হোসেন, আব্দুল কুদ্দুস, সুমন দাস, আইয়ুব পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মী ও সূধীজন।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরান তেলোয়াত করেন হাফেজ মোঃ মাসুম বিল্লাহ ও গীতা পাঠ করেন গীতা রানী কুন্ডু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ঝিনাইদহের ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ঝিনাইদহের চারটি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে...

বৈ’ষম্যহীন নিরাপদ ও মানবিক দেশ গড়তে বারোবাজারে বিএনপির ৩১ দফা দা’বিতে জনসভা 

হুমায়ুন কবির কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯ নং বারোবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বারোবাজারে বৈষম্যহীন,...

যশোর ৪৯ বিজিবি’র অ’ভিযানে ৭১ লক্ষ ৩৮ হাজার টাকার ভা’রতীয় পণ্য ও মা’দক জ’ব্দ

সাইবুর রহমান সুমন, শার্শা: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, তৈরি পোশাক, কিসমিস, বিভিন্ন প্রকার...

সিরাজগঞ্জে পি’স্ত’ল ও গু’লি’সহ ডা’কাত গ্রে’প্তার

সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত...