আসছে শ্রীপুরের সম্মিলনী বিদ্যালয়ে জমকালো ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

লেখক:
প্রকাশ: 2 years ago

মোঃ এমদাদ শ্রীপুর মাগুরা প্রতিনিধি:

মাগুরা শ্রীপুর উপজেলার সকল বিদ্যালয়ের ১৯৯৪ এর সকল প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে,
আগামী ঈদুল আজহার পরের দিন উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধুদের মিলন মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

এ উপলক্ষে গত ঈদুল ফিতরের দিন বিকেলে মোঃ শহিদুল ইসলামের উদ্যগতায় উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শ্রীপুর উপজেলার কয়েকটি বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের প্রধান আয়োজকগণের উপস্থিতিতে, উপজেলা ব্যাপী আহ্বায়ক কমিটির গঠন করা হয়

এতে বিভিন্ন পর্যায়ের দায়িত্ব সহ এ কমিটিতে রয়েছেন যারা,
সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ।
আবুল ফজল ,নিমেষ, মফিজ উদ্দিন বিশ্বাস ,সুব্রত ,মিতা কুণ্ড, লুৎফুর নাহার ,লিখন ।

চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ,
রইছ উদ্দিন ,হাফিজার, মোসিয়াল ,ফিরোজ,সুষমা ও মিতা ।

টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ,
আনোয়ার ও আজিজুল ।
এছাড়া উপজেলার সকল বিদ্যালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে ।

কমিটিতে কো- অর্ভিনেটর হিসেবে রয়েছেন ।
মামুন মিলন শাজাহান ফিরোজ শহিদুল আরিফুল ঠান্ডু প্রতাপ সহ আরো অনেকেই ।

কমিটিতে সর্বসম্মতিকরমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, উপজেলার সকল বিদ্যালয়ের ১৯৯৪ এর প্রাক্তন শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীরা নিম্নতম ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে ।
ইতিমধ্যে বহু রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করা হয়েছে ।
অতএব সকল বন্ধু বান্ধবী যারা এখনো রেজিস্ট্রেশন করেননি অবিলম্বে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে ।

বিকাশ এবং যোগাযোগের নাম্বার  মফিজ উদ্দিন বিশ্বাস,01734619571
সুব্রত,01732468177
শাহজাহান, 01717084577

error: Content is protected !!