তহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
২১ শে মে ৬ষ্ঠ উপজেলা(চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা ) পরিষদ নির্বাচন-২০২৪খ্রিঃ উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম( বার), পিপিএম মহোদয়।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় সরেজমিনে তিনটি উপজেলার একাধিক ভোট কেন্দ্র সকাল হতে ভোট গ্ৰহণ শেষ অব্দি পরিদর্শন করেন এবং ভোট কেন্দ্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কয়েকবার মতবিনিময় করেন।
তিনি বলেন, আমরা সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করছি এবং ভোটারদের কাছ থেকে জানতে পেরেছি তারা সবাই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ইভিএমের মাধ্যমে নিজেদের ভোট দিচ্ছেন। আমরা কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।
তিনি আরো বলেন, আমরা নির্বাচনী তিনটি উপজেলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছি, আমরা কয়েকটি স্তরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি।
পোশাক ও সাদা পোশাকের একাধিক টিম কাজ করছে। প্রতিটি নির্বাচনী এলাকায় সেক্টর কমান্ডারের নেতৃত্বে নিয়মিত তদারকি চলছে। এক কথায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এরপরেও যদি কেউ কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে চাই কিংবা বিশৃঙ্খলা করে তার বিরুদ্ধে আমরা কঠোর এবং কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, সম্মানিত জেলা প্রশাসক, যশোর মহোদয়, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার, কোম্পানি কমান্ডার RAB-6 যশোর, আনসার ও জেলা প্রশাসন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।