মিঠু মুরাদ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
ফেনী-নোয়াখালীসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় চলমান ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছি ৫৪৪ কিলোমিটার পাড়ি দিয়ে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন থেকে ছুটে গেছে কয়েকজন তরুণ যুবক ও আদম রাজ এবং নর্দান লাইটস্ ক্লাব রংপুর এর পক্ষ থেকে, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।
আদম রানা রাজ নেতৃত্বে তিনজন ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় ত্রাণ বিতরণ করেন জাগো বাংলা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, নুর নবী ইসলাম আধল, কাইয়ুম রাজ উপস্থিত ছিলেন। আদম রাজ এবং নর্দান লাইটস্ ক্লাব রংপুর ভালোবেসে ত্রাণ কার্জে সহযোগিতা করেছেন।
আদম রানা রাজ বলেন, আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু দেওয়া সম্ভব তাই নিয়ে ফেনী ৩০০ পরিবারের জন্য নিয়ে রওনা দিছি এবং আমাদের নিশাত চেয়ারম্যান ভাই নর্দান লাইটস্ ক্লাব রংপুর এর পক্ষ থেকে আরও ২০০ পরিবারের পাশে সহযোগিতা করছে ৫০০ পরিবারের মুখে হাসি ফুঠাতে পেরেছি । বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব সবার। সবাইকে এগিয়ে আসতে হবে।