স্টাফ রিপোর্টারঃ
হিমন বিশ্বাস নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া গ্রামের কৃতী সন্তান। সম্প্রতি প্রকাশিত ৪৩ তম বিসিএস-এর ফলাফলে তিনি পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (ASP) হিসেবে সুপারিশপ্রাপ্ত হন।হিমন বিশ্বাস নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর গ্রামে ১৯৯৭ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ বাবলু বিশ্বাস পেশায় একজন ব্যবসায়ী এবং মাতা শারমিন সুলতানা একজন গৃহিণী। পরবর্তীতে ২০০৭ সালে তারা সপরিবারে বড়দিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ছোটবেলা থেকেই হিমন ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। সেইসঙ্গে সৎ, বিনয়ী, ধৈর্যশীল ও নম্র স্বভাবের ছেলে।তিনি চর শুক্তাইল প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির পড়াশোনা সমাপ্ত করেন। বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত হন এবং এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে ২০১২ সালে গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতকার্য হন। ২০১৪ সালে মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন এবং ঐ বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে বাণিজ্য অনুষদে মার্কেটিং বিভাগে ভর্তি হন।২০১৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং ২০২০ সালে এমবিএ পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হন। ২০২২ সালের এপ্রিলে তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের পরিবহন অডিট অধিদপ্তরে অডিটর পদে যোগদান করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে চাকরি পেয়ে উপজেলা হিসাবরক্ষণ অফিস, কালিয়া, নড়াইলে অডিটর পদে যোগদান করেন। এরপর ২০২৩ সালের এপ্রিলে তিনি পেট্রোবাংলায় সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে যোগদান করেন।তিনি বর্তমানে পেট্রোবাংলার সংস্থাপন বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি তার এই সুমহান দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারেন এজন্য সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি তাঁর মা-বাবার বড় সন্তান। তাঁর একমাত্র সহোদর মোঃ হিমেল বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছেন।