২৮ অক্টোবরের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 weeks ago

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী:

২৮ অক্টোবর ২০০৬ খুনি হাসিনা সরকারের নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি বৈঠার তান্ডবে নৃশংস হত্যাকারী খুনিদের অবিলম্বে বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৮অক্টোবার বিকাল ৪ টায় ডাইং পড়া গোল চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: নুমান আলী, আমীর গোদাগাড়ী উপজেলা উপজেলা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আব্দুল খালেক, আমীর রাজশাহী জেলা পশ্চিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, সহকারী সেক্রেটারি রাজশাহী জেলা পশ্চিম, অধ্যাপক কামরুজ্জামান, সহকারী সেক্রেটারি রাজশাহী জেলা পশ্চিম, আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম, আমীর গোদাগাড়ী পৌরসভা।

উপজেলা সেক্রেটারি মো: হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ২০০৬ সালের ২৮ অক্টোবর খুনি হাসিনা সরকারের নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি বৈঠার তান্ডবে নৃশংস হত্যাকান্ড সংঘটিত করে লাশের উপর নৃত্য করেছিলেন তা ফ্যাসিবাদী সরকারের পরিচয় । তিনি কখনো গণতান্ত্রিক সরকার ছিলেন না। তার হাতে দেশ কোনদিনই সুরক্ষিত ছিল না। তিনি দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিলেন।

সেই দিন ঢাকার পল্টন ময়দান, বায়তুল মোকাররম এলাকায় নিরপরাধ মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছিল। বাংলার জমিনে ফ্যাসিবাদী সরকার ও তাদের দোসরদের কোন স্হান হবে না।বাংলার জমিনে তাদের বিচার করতে হবে।

error: Content is protected !!