২৭শে ডিসেম্বর জামায়েত ইসলামী কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

লেখক: এম, ওয়াজেদ আলী
প্রকাশ: 20 hours ago

স্টাফ রিপোর্টার:

যশোরে ২৭শে ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন সফলকরার লক্ষ্যে কুয়াদা বাজারে রামনগর ও ভোজগাতি ইউনিয়ন জামায়াতে  ইসলামী উদ্যোগে প্রস্তুতির সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

২৩ শে ডিসেম্বর সোমবার বিকালে কুয়াদা বাজারে এই প্রস্তুতি সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রামনগর ইউনিয়নের আমির অধ্যাপক মুছাহাক আলী সভাপতিত্বে এবং সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, জামায়াতে মনোনীত সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী m m কলেজের সাবেক V P আব্দুল কাদের। বিশেষ অতিথি যশোর শুরা ও কর্ম পরিষদের সদস্য আবুল হাশিম রেজা।

অন্যান্য মধ্যে বক্তব্য দেন , সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী, সদর উপজেলা সহ – সেক্রেটার মাওলানা জহির উদ্দিন, মনিরামপুর উপজেলা সহ- সেক্রেটারি  এইচ এম শামীম।

উপস্থিত ছিলেন ৩ নং ভোজগাতি  ইউনিয়নের জামায়াতে ইসলামীর টিম সদস্য  আসাদুজ্জামান ( মুরাদ) রামনগর ইউনিয়নে আইন বিষয়ক সম্পাদক  কামরুজ্জামানসহ রামনগর ও ভোজগাতি ইউনিয়নে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

error: Content is protected !!