হিন্দু সম্প্রদায়ের ভয়ভীতি দূর করতে সচেতনমুলক প্রচার শিক্ষার্থীদের

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ফুলবাড়ীতে প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ভয়ভীতি দূর করতে সচেতনতামুলক কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৬ ইউনিয়নের প্রতিটি হিন্দুপল্লীতে তাদের ভয়ভীতি দূর করতে জনসচেতনতামূলক প্রচার করতে দেখা গেছে তাদের।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা এ স্বাধীন বাংলাদেশে কোনো অশান্তি ও বিশৃঙ্খলা পরিবেশ দেখতে চাই না। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের ভয়-ভীতি দূর করতে প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে তাদের সাহস যুগিয়ে স্বাধীনভাবে জীবন-যাপনের জন্য প্রচার-প্রচারণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা আরও জানায়, ফুলবাড়ীতে যেন কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষজন ক্ষতিগ্রস্ত ও হামলার শিকার না হয় সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সব সময় পাশে থাকবে। এ রকম কর্মসূচি চলবে বলে জানায় তারা।

error: Content is protected !!