হাসি

লেখক: কবি, কবিতা
প্রকাশ: 7 months ago

হাসি
মোঃ মিজানুর রহমান কাব্য

দ্বীনের নবীর মুখে থাকতো
সদাই মুসকি হাসি,
কথা বললে মুক্তোর মতো
ঝরতো রাশি রাশি।

কারো হাসি চাঁদের মতো
দাঁতগুলো তার জ্বলে,
অট্ট হাসি কারো মুখে
ফাঁদে ফেলায় ছলে।

ধনীর মুখের হাসি যেনো
মোনালিসার মতো,
গরীব দুখীর নেই তো হাসি
মনে বড় ক্ষত।

হাসি কেমন নেই তো জানা
গরিব দুখীর মুখে,
অন্ন বস্ত্র, শিক্ষা থাকলে
থাকবে তারা সুখে।

হিটলারের ন্যায় কারো হাসি
তিরের মতো বিঁধে,
চাঁদের মতো মিষ্টি হাসি
ফুটুক সবার হৃদে।

error: Content is protected !!