মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ সুষ্ঠু ও সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোদাগাড়ী। তিনি সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বলেন,
“সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নির্ভুল এবং সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা তৈরি সম্ভব, যা গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী, গোদাগাড়ী মডেল থানার তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গোদাগাড়ী প্রেস ক্লাবের সদস্য মো. মাসুদ আলম, নেসকো’র নির্বাহী প্রকৌশলী, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, গোদাগাড়ী মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. সিবগাতুল্লাহসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মী জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে এবং ০৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। এই সময়ে সুপারভাইজার ও তথ্য সংগ্রাহকের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম এবং বিগত হালনাগাদে বাদ পড়া ব্যক্তিদের তালিকাভুক্তি, মৃত ভোটার কর্তন এবং স্থানান্তরের কার্যক্রম চলবে। তথ্য গ্রহণ শেষে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন করা হবে।
উপজেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ১৬০ জন। এবার হালনাগাদ কার্যক্রমে ১৩৪ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রাহক নিয়োজিত রয়েছেন।