হাওরের রাস্তার বেহাল অবস্থা, দেখার মত কেউ নেই
শাহিদুর রহমান দিরাই উপজেলা প্রতিনিধিঃ
প্রধান দেশ বাংলাদেশ,কৃষির ওপর নির্ভর করে হাজারো কৃষক জীবিকা নির্বাহ করে। কিন্তু কৃষকদের জন্য নেই সকল সুযোগ সুবিধা।
দিরাই উপজেলার চাপতির হাওরে ধান তুলার রাস্তাগুলোর বেহাল অবস্থা, কৃষকরা দিশে হারা,তাদেক আবাদ কৃত জমি কি ভাবে তুলবে ঘরে এই চিন্তায় দিক কাঠান ভাটির কৃষকরা,উল্লেখ্য দিরাই উপজেলার সিংহনাদ গ্রামের কয়েকজন কৃষক তাদের বক্তব্যে জানান, কি করব জমি করিয়া যদি রাস্তার কারনে ঘরে তুলতে না পারি ফসল একটু মেঘ(বৃষ্টি) হলেই চিন্তা বেড়ে যায়,কি করব কিছু ভাবিয়া পাই না।
আমাদের এই দুঃখ দেখার মত নাই কেউ।
উনারা স্থানীয় জনপ্রতিনিধিদের দৃস্টি আকর্ষণ করতে আহবান করছে যাতে তাদের এই দূর্দশা দূর হয়।।