সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের সংঘর্ষ,আহত ৩

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

বিশেষ প্রতিনিধিঃ-

ছাতকে পৌরসভার গণক্ষাই গ্রামের দু’পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও মারামারির ঘটনায় ৩ ব্যাক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ইব্রাহিম চৌধুরী (২০) ও সাজেদ আহমদকে (২৪) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জাকির হোসেন চৌধুরী (৪৫) ছাতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সুত্রে জানাগেছে, গণক্ষাই গ্রামের বাসিন্দা আছাব মিয়া চৌধুরীর পুত্র স্থানীয় রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরী ও গ্রামের আব্দুল হক চৌধুরী আম্বিয়ার মধ্যে পুর্ব বিরোধ রয়েছে। তারা দু”পক্ষই পরস্পর আত্মীয়। তাদের মধ্যে কিছু দিন আগেও মারামারির ঘটনা ঘটেছে। গ্রামের আব্দুল আহাদ চৌধুরী আম্বিয়া নামের একজনের সাথে জমি নিয়ে জাকির হোসেন চৌধুরীর বিরোধ ও মামলা রয়েছে। এ মামলার স্বাক্ষী ইব্রাহিম চৌধুরী।

গত (২০ আগস্ট) রবিবার বিকেলে পৌরশহরের গণক্ষাই গ্রামের বাড়ির পাশে রাস্থায় নুরুল হক চৌধুরীর পুত্র ইব্রাহিম চৌধুরীর উপর হামলা করে জাকির হোসেন চৌধুরী। এই হামলায় গুরুতর আহত হয় ইব্রাহিম চৌধুরী।পরে ইব্রাহিম চৌধুরীর লোকজনের হামলায় সাজেদ আহমদ ও জাকির হোসেন চৌধুরী আহত হন। এঘটনায় রাতেই থানায়ও পাল্টা-পাল্টি অভিযোগ দেয়া হয়েছে। জাকির হোসেন চৌধুরী বাদী হয়ে আবু বকর সিদ্দীক চৌধুরীকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

এদিকে নুরুল হক চৌধুরীর পুত্র আবু তায়িব চৌধুরী বাদী জাকির হোসেন চৌধুরী সহ ৩ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এব্যাপারে ছাতক থানার ওসি শাহ আলম জানান, ঘটনার পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে থানায় মামলা রুজু হয়েছে।

error: Content is protected !!