সুনামগঞ্জে ইদুঁরের বিষ পানে এক যুবকের আত্মহত্যা

লেখক:
প্রকাশ: 1 year ago

এফ এম হাসান, সুনামগঞ্জ থেকেঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে ইদুঁরের বিষ খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকটির নাম মো. রবিউল ইসলাম(১৮)। সে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মো.বশির মিয়ার ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে এ বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে তার বড়ভাই রুবেল মিয়াসহ কয়েকজন তাৎক্ষনিক তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বশির মিয়া পেশায় একজন দিনমুজুর হলেও তার মোট ৮জন ছেলেমেয়ের মাঝে সে ৬ নম্বর ছিল। তবে এই যুবকের মৃত্যুর পেছনে কোন কারণ আছে কিনা সেটা প্রাথমিক পর্যায়ে জানা যায়নি। তবে পুলিশ বলছে ময়না তদন্তের পর বলা যাবে এই যুবকটি কেন মারা গিয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,রবিউল মিয়া নামে এই যুবকটি প্রায় একবছর যাবত দিরাই উপজেলা সদরের সেন মার্কেটের পাশে ফুড গ্যালীতে শ্রমিকের কাজ করত এবং সে গত বৃহস্পতিবার(১২ই অক্টোবর) বিকেলে ছুটি নিয়ে শান্তিপুর গ্রামে নিজ বাড়িতে আসে। এ ব্যাপারে বিষপানে আত্মহত্যাকারীর বড়ভাই রুবেল মিয়া জানান,তার ছোট ভাই ইদুরের বিষ খেয়ে আত্মহত্যা করলে ও কি কারণে তার ছোটভাই রবিউল আত্মহত্যা করেছে তিনি জানেন না। এ ব্যাপারে করিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাজ্জাদ মিয়া রবিউল মিয়ার আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সিফাত বিষপানের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই যুবকটি হাসপাতালে আসার আগেই সে মারা যায়। তবে ময়না তদন্তের রিপোর্টে পুরোপুরি সঠিকভাবে বলা যাবে সে কি বিষ পান করেছিল। এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি মোক্তাদির হোসেন চৌধুরী জানান,শান্তিপুর গ্রামে বিষপানে একটি যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছেন, তবে কেন কি কারণে এবং কিসের বিষপানে যুবকটি আত্মহত্যা করেছে ময়না তদন্তের পর বলা যাবে। তবে কেহ অভিযোগ করলে এবং মেডিকেল রিপোর্ট পাওয়ার পর পদক্ষেপ নেয়া হবে।

error: Content is protected !!