সীমান্তে স্বর্ণের বারসহ পাচার কারী আটক

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

সোহেল রানাঃ

যশোরের বেনাপোল সীমান্তে ভারতে পাচারের সময় (৪কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯পিস) স্বর্ণেরবারসহ মাহফুজ মোল্লা (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এ স্বর্ণের চালানটি জব্দ করা হয়।
আটক মাহফুজ মোল্লা নড়াইলের মঙ্গলপুর গ্রামের হাসমত উল্ল্যাহর ছেলে।

বিজিবি সূত্রে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন খবরে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ১৯পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!