সিলেট লেখক পরিষদ’র সাহিত্য আসর অনুষ্ঠিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 weeks ago

আবদুল কাদির জীবন,সিলেট:

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, সত্যবাদিতা ন্যায়পরায়ণতা জাতির বিবেক। লেখককে সত্য ও ন্যায়ের মাধ্যমে জাতিকে জাগ্রত করতে হবে।

তিনি গতকাল বুধবার (২ অক্টোবর ২০২৪) সন্ধা ৭ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ লেখক পরিষদের কার্যালয়ে সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদ’র ১৩ তম নিয়মিত মাসিক সাহিত্য আসরে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, পাপড়ি স্বত্বাধিকারী ও ছড়াকার কামরুল আলম, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ছয়ফুল আলম পারুল।

এছাড়া লেখাপাঠ ও বক্তব্য রাখেন, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, শিল্পী বাহা উদ্দিন বাহার, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি সোলেমান রাসেল, কবি সাজিদুর রহমান, সোহেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ।

error: Content is protected !!