মৃত্যুর পালকি
দুয়ারে আসিয়াছে পালকি
নিতে যে আমায়।
অগো প্রিয়তমা তুমি গিয়াছো কোথায়।
আমাকে যে যেতে হবে প্রভুর কাছে,
তোমার কাছে পড়ে রবে আমার দেহ টা যে।
সারাজীবন করিয়াছি ভুল
এখন আমায় দিতে হবে পাপের মাশুল।
কেঁদো নাগো প্রিয় কেউ কেঁদো না,
আমার মৃত্যুতে তোমারা কেউ কেঁদো না।
মৃত্যু আসিবে একদিন সবারই কাছে
তোমাদেরকেও একদিন ঠিক যেতে হবে
মৃত্যুর কথা স্মরণ করিয়া কভু কি করিয়াছিলাম ভয়,
মৃত্যুর সাধ যে মেটেও সহজ নয়।
পালকি যে এসে গেছে দুয়ারে
এখন আর মৃত্যুর কথা ভেবে হবে।
ওগো প্রিয়রা তোমারা শিক্ষা নাও
আমার মৃত্যু থেকে,
তোমাদেরকেও শীঘ্রই যেতে হবে
সেই অন্ধকার মাটির কবরে।
সময় থাকতে তৈরি হও মৃত্যুর জন্যে,
যেন মৃত্যুর পর যেতে পারো জান্নাতে।
যদি তুমি মৃত্যুকে ভুলে,
ভাবিতে থেকো চিরকাল রবে পৃথিবীতে,
মৃত্যু আসিতে পারিবেনা তোমারই কাছে
তবে তুমি করিয়াতেছো ভুল,
তোমাকে যে দিতেই হবে তার মাশুল।
তুমি যেখানেই লোকাও না কেনো,
মৃত্যু তোমায় ঠিক খুঁজিয়া লইবে।
মৃত্যুর পালকি এসে উপস্থিত হইবে তোমারই সামনে,
তখন ঠিকই তোমাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিতে হবে।