সলঙ্গায় বিএনপির নেতা থেকে জামাতের আমির

লেখক: হুমায়ুন কবির
প্রকাশ: 1 day ago

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় রাজনীতির অঙ্গনে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সলঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের ১৩ নম্বর সদস্য ইদ্দিস আলী, যিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন, এখন জামাতের ৬ নম্বর ওয়ার্ডের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ইদ্দিস আলী তেলকুপি গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে। জানা যায়, তার বাবা কৃষক হলেও তার চাচা হাবিবুর রহমান আওয়ামী লীগের সক্রিয় নেতা। তিনি দুইবার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

গত ৫ জানুয়ারি এক বৈঠকের মাধ্যমে ইদ্দিস আলী ৬ নম্বর ওয়ার্ড জামাতের আমির নির্বাচিত হন। এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, “আমি এখন জামাতের আমির নির্বাচিত হয়েছি।” তবে বিএনপির সঙ্গে তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি কথা না বলে ফোন কেটে দেন।

সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনজু আহমেদ মুন্সি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ইদ্দিস আলীকে সেচ্ছাসেবক দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সলঙ্গার রাজনীতিতে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির ভেতরে থাকা দ্বন্দ্ব এবং রাজনীতির মাঠে দলের নেতাদের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।

error: Content is protected !!