মোঃ বুলবুল হোসেন
সবুজ শ্যামল রূপের বাহার
আমার সোনার দেশে
গাছগাছালি ফাঁকে ফাঁকে
সূর্য ওঠে হেসে।
সকল দেশের সেরা দেশটি
দেখতে রূপের রাণী,
সবুজ ঘাসে বসে লেখক
লিখে জ্ঞানের বাণী।
সোনার চেয়ে খাঁটি মাটি
সবুজ দিয়ে ঢাকা,
রূপের বাহার দেখতে যেনো
স্বপ্ন মাঝে আঁকা।
আমার গাঁয়ের পাশের মাঠে
ভিন্ন ফসল ফলে
নৌকার মাঝি পাল তুলেছে
মাছ ধরতে যায় চলে।
সূর্যের আলো দিনে হাসে
রাতে চাঁদের আলো,
স্মৃতির পাতায় ভেসে ওঠে
দেশকে বাসি ভালো।