সবুজ পৃথিবীর ১ লক্ষ বৃক্ষ রোপণ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ বুলবুল হোসেন:

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ও পরিবেশ রক্ষায় সবুজ পৃথিবী নামের পরিবেশবাদি সংগঠন অনেক থেকেই কাজ করে যাচ্ছে। গত ১৯ মার্চ ২০২২ তারিখে ১ লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি। এর পর টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি ময়মনসিংহ, রাঙ্গামাটি, কক্সবাজার, পাবনা, নাটোর, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ করা হয়। আজ ২৯ জুলাই ২০২৩ তালগাছ রোপণের মাধ্যমে ১ লক্ষ তম বৃক্ষ রোপণ করেন বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সবুজ পৃথিবীর প্রধান উপদেষ্টা জাকির হোসেন। আরো উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ মোজাম্মেল হোসেন তালুকদার, সবুজ পৃথিবী মির্জাপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন নবীন, কালিহাতী শাখার সভাপতি মোঃ বুলবুল হোসেন, দেলদুয়ার শাখার সাধারন সম্পাদক বিপ্লব কুমার কর্মকার, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।

error: Content is protected !!