সতীঘাটা বাজারে হোটেল এবং দোকান থেকে টাকা ও মালামাল চুরি দোকানীর মাথায় হাত 

লেখক: এম, ওয়াজেদ আলী
প্রকাশ: 7 months ago

 স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা সতীঘাটা নতুন বাজারে ছুরমতটি স্টোর এর দোকান থেকে নগদ আনুমানিক ২ হাজার টাকা এবং  মালামাল ২ হাজার টাকা, এবং নিরিবিলি হোটেলে থেকে টাকা ও মালামাল চুরি করে নিয়ে পালিয়েছে চোর চক্র। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা থেকে ৩ টা মধ্যে এই চুরি ঘটনা ঘটে বলে জানাজায়।
এই চুরি ঘটনার ছুরমতটি স্টোর মালিক ছুরমত হোসেন জানান, প্রতিদিনের ন্যায় আমি রাতে দোকান বন্ধ করে বাড়ীতে যায়। ০২/০৫/২০২৪ বৃহস্পতিবার রাত ১২ টার দিকে আমি আমার দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। পরে দিন শুক্রবার সকাল ১০ ঘটিকায় সময় বাজারে আমার দোকানে এসেই দরজা খুলতে দেখি ২ টা তালা কেটে দোকানে মধ্যে প্রবেশ করে ক্যাস বাক্স থেকে টাকা এবং দোকানে মালামাল চুরি করেন বলে জানান দোকানী।
অপরদিকে একই  রাতে উক্ত বাজারে নিরিবিলি হোটেলে টিন কেটে মিষ্টি, টাকা, ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানান হোটেল মালিক আনোয়ার হোসেন।  এই ঘটনার বিষয় দোকানী জানান আমাদের বাজারে অনেক দিন বাজার কমিটি না থাকায় চোরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছি। এই বাজারে অধিক দোকানে পালাক্রমে চুরি ঘটনা ঘটেছে বলে জানাজায়। তবে এই বাজারে অনেক দোকানদার চোরের অত্যাচারে  কারণে নিঃস্ব হয়ে  চলে যেতে দেখা যায়।
তবে বাজারে নতুন দোকান ঘর করেও চোরের হাত থেকে রক্ষা পারছেন দোকানীরা। বাজারে দোকানদারদের মাঝে দোকান চুরির আতংকে ভুগছে। এই ঘটনা বিষয় দোকানীরা চোরের হাত থেকে বাচঁতে তদন্তপূর্বক কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামন করেন।
error: Content is protected !!