শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার সন্মানিত হল মফিজুল ইসলাম

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

তহিদুল ইসলাম,মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

মণিরামপুরে উদয় শংকর বিশ্বাস হত্যা মামলার রহস্য উদঘাটন সহ ১২ ঘন্টার মধ্যে ইজিবাইক ছিনতাইকারী গ্রেফতার ইজিবাইক উদ্ধার, শহরে ৪টি বাসার দুর্ধষ্য চুরির রহস্য উদঘাটন ৭ লক্ষ ২৩ হাজার টাকার চোরাই মালামাল উদ্ধার এবং বিকাশের দোকানদারকে ছুরিকাঘাতের ঘটনার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম(বার)পিপিএম মহোদয় ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

৭ই ফেব্রুয়ারী খুলনা রেঞ্জ কার্যালয়ের সম্মেলনে মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ কর্মকর্তা সন্মানিত হয় যশোর জেলা গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর (নিঃ) জনাব মফিজুল ইসলাম পিপিএম বার।এবিষয়ে জনাব মফিজুল ইসলাম গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে বলেন। আমি শপথ পাঠ করে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীতে যোগাযোগ করেছিলাম।দেশের জন্য ও দেশের মানুষের নিরাপত্তার লক্ষে আমি কাজ করি।আমি সাধারণ জনগণের চাকুরী করি,সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়া আমার কাজ।জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমি

মণিরামপুরে উদয় শংকর বিশ্বাস হত্যা মামলার রহস্য উদঘাটন সহ ১২ ঘন্টার মধ্যে ইজিবাইক ছিনতাইকারী গ্রেফতার ইজিবাইক উদ্ধার, শহরে ৪টি বাসার দুর্ধষ্য চুরির রহস্য উদঘাটন ৭ লক্ষ ২৩ হাজার টাকার চোরাই মালামাল উদ্ধার এবং বিকাশের দোকানদারকে ছুরিকাঘাতের ঘটনার আসামী আটক করেছি যে কারনে আমাকে সন্মানিত করা হয়েছে,আমি চিরকৃতজ্ঞ প্রকাশ করছি আমার পাসে থাকা আমার সকল সহপাঠী সহ সিনিয়র সকল কর্মকর্তাদের কাছে।

এসময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি বৃন্দ, সকল জেলার পুলিশ সুপার বৃন্দ, সিআইডি, পিবিআই পুলিশ সুপারবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাগণ।

এছাড়াও যশোর জেলার প্রিয় গোয়েন্দা অফিসার হিসাবে সাধারণ মানুষের কাছে খুব অতিপরিচিত একটি মুখ তিনি অসহায় গরীব মানুষের পাসে থাকতে দেখা যায় তাকে।

 

error: Content is protected !!