শ্রীপুরের সাচিলাপুর আবাসনে প্রায় হাজার মানুষের জনদুর্ভোগে ক্রমেই ভয়াবহ দেখার কেউ নেই 

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 months ago

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধিঃ

মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার সংলগ্ন আবাসন প্রকল্পে প্রায় হাজার মানুষের বসবাসরত ৮০ ভাগ বসবাসে অযোগ্য-ফলে জনদুর্ভোগে ভয়াবহতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে – দেখার কেউ নেই বলে তাদের দাবি ।

প্রায় ২২- ২৩ বছর আগে নির্মিত এই আবাসনে ১০০টি পরিবারের প্রায় ১ হাজার অসহায় ভূমিহীন মানুষ বসবাস করে আসছেন -মাঝখানে বহু বছর অতিবাহিত হলেও এ আবাসন প্রকল্পে এ পর্যন্ত সংস্কার বা কোনো কাজের ছোঁয়া মেলেনি ।

প্রায় শতভাগ ঘরের চালা ভাঙ্গা ছিদ্র বৃষ্টি হলে ঘড়ের মধ্যে পানির স্রোত বয়ে চলে- উঁকি দিলেই আকাশ পরিস্কার দেখা যায়-বিছানা বেহালদশা -পলিথিন লাগিয়ে তাদের কোনরকম বসবাস করতে হয়।

বাথরুম শতভাগ অযোগ্য-সব মিলিয়ে ৮০ ভাগ বসবাসের অযোগ্য বলে আবাসনে বসবাসরত ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান ।

মাগুরা জেলা প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ এ বিষয়ে দায়িত্বরত ব্যক্তিদের প্রয়োজনে সরজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনিত ভাবে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী আবাসনে বসবাসরত ব্যক্তিবর্গসহ এলাকাবাসী।

error: Content is protected !!