শ্রীপুরে প্রয়াত গদ্দীনশীল পীর হাসান আব্দুল কাইয়ুমের তৃতীয় ওফত বার্ষিকী উপলক্ষে ইছালে সওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি :

শ্রীপুরে প্রয়াত গদ্দীনশীল পীর হাসান আব্দুল কাইয়ুমের তৃতীয় ওফত বার্ষিকী উপলক্ষে ইছালে সওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ গবেষক লেখক ও ইসলামী ফাউন্ডেশনের সাবেক পরিচালক ,মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের সুযোগ্য সন্তান , দারিয়াপুর দরবার শরীফের প্রয়াত গদ্দিনশীন পীর, হযরত মাওলানা শাহ সুফি অধ্যাপক আলহাজ্ব হাসান আব্দুল কাইয়ুমের তৃতীয় ওফাত বার্ষিকী উপলক্ষে ৬ অক্টোবর শুক্রবার দারিয়াপুর মাজার শরীফের জামে মসজিদে বাদ আসর হইতে এশা পর্যন্ত,ইসালে সয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দারিয়াপুর শরীফের হুজুর কেবলার-সাহেব জাদা ছোট হুজুর-আলহাজ্ব আবুল মনয়ম মোঃ আরিফ বিল্লাহ মিঠুর সভাপতিত্বে ,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান তাশরিফ পেশ করেন ,আওলাদে মোজাদ্দেদে মান আল্লামা আবু বক্কর আব্দুল হাই, মিশকাত সিদ্দিকী আল কুরাইশী ফুরফুরা শরীফ ।
আরো তাশরিফ পেশ করেন, শাহ আব্দুল সালেহ মোহাম্মদ আব্দুল দাইয়ান।

মিলাদ মাহফিল শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়, মুনাজাত পরিচালনা করেন বর্তমান গদ্দিনশীন পীর মোঃ আরিফ বিল্লাহ মিঠু ।
অনুষ্ঠান শেষে তবারকের ব্যবস্থা করা হয় ।

error: Content is protected !!