মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শরীয়াতুল্লাহ রাজনকে সংবর্ধনা দিয়েছেন উপজেলার সোনাইকুন্ডি গ্রামবাসী এসময় ফুলের মালা গলায় পরিয়ে গ্রামবাসীর সংবর্ধনা জানান ।
বুধবার বিকালে উপজেলার সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ,এ সময় বহু মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিসুর রহমান কনক,সোনাইকুন্ডি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রওশন লস্কর প্রমুখ।
উপজেলার চেয়ারম্যান শরিয়াতুল্লাহ রাজন তিনি তার বক্তব্যে বলেন- আমি যতদিন চেয়ারম্যান হিসেবে আছি,অশুভ আচরণ নিয়ে সোনাইকুন্ডি বা উপজেলার মানুষের কাছে কেহ আসবেন না-আমি ভদ্র মানুষ ভদ্রভাবে থাকতে দিন-আমি শক্তির খেলা দেখাতে চাই না-তিনি বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ।