বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গাংনগর খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।
৮ মার্চ শুক্রবার বিকেলে গাংনগর এ,এম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সহসভাপতি আরিফ হোসেন, এজিএম,প্রভিটা ফিডস্ লিঃ নির্বাহী পরিচালক,ইজি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার রংপুর।
উক্ত ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ। বিশেষ অতিথি বৃন্দ শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, হোসাইন শরিফ সঞ্চয় সাধারণ সম্পাদক বগুড়া জেলা যুব সংহিত।
বরেণ্য অতিথি রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, জনাব মোঃ এ.টি.এম নুরুজ্জামান (সঞ্চয়), পরিচালক, আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল, দিনাজপুর। মোঃ জুলফিকার আলী আকন্দ, সহকারী মহাব্যবস্থাপক,অগ্রনী ব্যাংক, এ,এল,সি বগুড়া অঞ্চল। তৌকীর হাসান (রচি), চেয়ারম্যান, কামারদহ ইউ পি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। খন্দকার বেলাল হোসেন, এ্যাড. জজকোর্ট, বগুড়া। আতিকুর রহমান মন্ডল, ব্যক্তিগত সহকারী, জাতীয় সংসদ সদস্য ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ। জহুরুল হক, চেয়ারম্যান, কোচাশহর ইউ পি, গোবিন্দগঞ্জ। এ.কে.এম শামসুজ্জামান পলাশ, ম্যানেজার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ঘোড়াঘাট শাখা। বিশ্বজিৎ কুমার, ম্যানেজার, অগ্রণী ব্যাংক লিঃ, খান্দার শাখা, বগুড়া।
খেলায় অংশ গ্রহণকারী দল গাংনগর খেলোয়ার কল্যাণ সমিতি বন্যায় বিপুল একাদশ, মহাস্থান, খেলায় ১-০ গোলে গাংনগর খেলোয়াড় সমিতি কে মহাস্থান বিপুল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন, ম্যাচ রেফারি মাহফুজা রাহাত,সহকারী ম্যাচ রেফারি সোনিয়া আক্তার এবং আইরিন আক্তার, ক্রীড়া ভাষ্যকার রফিকুল ইসলাম।